জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত উভয় পক্ষের ৭।

0
287

মনিরুল হক, কোচবিহার: জমি বিবাদ কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত উভয় পক্ষের সাত জন।গুরুতর জখম অবস্থায় ৩ জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের দরিবস এলাকায়। জানা যায় এদিন জমি দখল কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে লাঠি সোঠা ও ধারালো অস্ত্র নিয়ে মাথাভাঙা ময়নাগুড়ি ১৬ নং রাজ্য সড়কে উপর চলে দুই পক্ষের মধ্যে লড়াই। লড়াইয়ে মহিলা সহ উভয় পক্ষের সাতজন আহত হন। অভিযোগ এদিন আহমেদ মিয়া ও তার পরিবারের সদস্যরা লাঠিসোটা ধারালো অস্ত্র সহ বহিরাগত দের নিয়ে পঞ্চায়েত মিয়ার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পঞ্চায়েত মিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ তাদের কাছে জমির কাগজ পত্র থাকা সত্বেও আহমেদ হোসেনের পরিবারের সদস্যরা জোর করে জমি দখল করে গেলে প্রতিবাদ করায় তাদের মারধর করে বলে অভিযোগ।অপর দিকে আহমেদ মিয়ার অভিযোগ পঞ্চায়েত মিয়ার পরিবার তাদের অংশের জমি দখল করে চাষ আবাদ করেছে এদিন জমিতে চাষ করতে গেলে পঞ্চায়েত মিয়ার পরিবারের সদস্যরা মোটা লাগে দিয়ে মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ।জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের পারিবারিক বিবাদ রাজ্য সড়কের উপর চলে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উভয় পক্ষই মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানায়।