তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের থেকে তেলিয়ামুড়া দশমিক ঘাট ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আন্ডার 15 টিন স্কুল মিট ।

0
438

এিপুরা – তেলিয়ামুড়া, রাহুল দাস:-তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের থেকে তেলিয়ামুড়া দশমিক ঘাট ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আন্ডার 15 টিন স্কুল মিট চালু করে। মোট দশটি স্কুল এই খেলায় অংশগ্রহণ করে আজ ফাইনাল ম্যাচে উঠেন কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মহারানী পুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং টসে জিতেন কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বেটিং নিয়ে 196 রান টার্গেট দিয়ে জয়লাভ করেন এই নিয়ে ক্রিকেট এসোসিয়েশন এর সম্পাদক নন্দন রায় কি বলছে শুনুন