বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আমরা হৈ হুল্লোড় করে নিজের বা পরিবার পরিজনদের জন্মদিন পালন করি। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। আজ দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়তু দাঁ তাঁর ৩৭ তম জন্মদিনে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের হাত ধরে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন। পেশায় তিনি বিউটিশিয়ান। তাঁর এই মহৎ উদ্যোগে খুশী তাঁর বাবা অলক দাঁ এবং মা কৃষ্ণা দাঁ। জয়তু দাঁ জানান, আমার অনেকদিনের ইচ্ছা ছিল কর্নিয়া দান করা। তাই আমি আমার জন্মদিনে আজকে অঙ্গীকার করলাম। মৃত্যুর পরে আমার কর্নিয়া অন্ধ মানুষদের চোখে আলো ফোটাতে পারে তাহলে নিজেকে গর্বিত মনে করব। পাশাপাশি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্য সায়ন দাঁ জানান, এখন দিনের পর দিন এরকম চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। আমরাও বলব এরকম ভালো কাজে এগিয়ে আসার জন্য।