বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে একটি হল দোল উৎসব। এই দোল উৎসব উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার রাধাগোবিন্দ সৎসঙ্গ মন্দিরের পক্ষ থেকে ভাগবত পাঠের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন দুবরাজপুর শহরের ৮০০ জন ভক্তকে পাতপেড়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। রাধা গোবিন্দ সৎসঙ্গ মন্দিরের সম্পাদক কৌশিক মাহাতা জানান, এখানে আগের বছরও আমরা এই অনুষ্ঠান করেছি। গতকাল পুজো করা হয়েছে মন্দিরে এবং দুদিন ব্যাপী নাম সংকীর্তন চলছে। আজ ভাগবত পাঠ হচ্ছে মন্দিরে। উল্লেখ্য, এই এলাকায় কোনো রাধা গোবিন্দ মন্দির ছিল না। আমাদের কয়েকজনের প্রচেষ্টায় মন্দির নির্মানের কাজ শুরু করেছি। আমরা মন্দির কমিটির ১২ জন সদস্য মিলে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। বাইরে থেকেও অনেকের সাহায্য আমরা পেয়েছি।