শান্তিপুর পৌরসভার বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

0
403

শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সমর্থনে তৃণমূলের মুখ রক্ষা ? তৃণমূলের কখনোই বিজেপির সমর্থন প্রয়োজন হয়না দাবি বিধায়কের। শান্তিপুর পৌরবোর্ড গঠন নিয়ে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। উল্লেখ্য শান্তিপুর পৌরসভার মোট চব্বিশটি কাউন্সিলর রয়েছে। 2 দিন আগে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ভোটাভুটির মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে ভোটে সমান ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ কল এর পূর্ব নাম ঘোষিত চেয়ারম্যান পাই 12 টি ভোট এবং বিরোধী পক্ষে দাঁড়ানো কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক পাই 12 টি ভোট। বৃন্দাবন প্রামাণিকের দাবি তিনি তৃণমূল কাউন্সিলরদের সমর্থন এই ভারতে ভোট পেয়েছেন। অর্থাৎ বাকি 10 টি তৃণমূল কাউন্সিলরের ভোট পেয়েছেন দলের ঘোষিত চেয়ারম্যান এবং আরো দু’টি বিজেপির ভোট পেয়েছেন চেয়ারম্যান। সেই ভোটেই মান রক্ষা হয়েছে তৃণমূলের। বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস তিনি নিজেও স্বীকার করেছেন তৃণমূলের পূর্বঘোষিত চেয়ারম্যানকে তিনি ভোট দিয়েছেন। সাংসদ জগন্নাথ সরকার দলগতভাবে কাউন্সিলরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে বিজেপির সমর্থনে বোর্ড গঠন এটা মানতে রাজি নয় তৃণমূল বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। তিনি বলেন সম্পূর্ণ গোপন ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সেই কারণে পরিষ্কার নয় কাকে ভোট দিয়েছে। বিজেপির সমর্থন আমাদের প্রয়োজন হয় না।