সুইস গেটের পাশে নদী বাঁধে ভাঙন, প্লাবিত হওয়ার আশাঙ্কা গোটা গ্রাম।

0
664

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – পূর্ণিমার ভরা কোটালে নদীবাঁধ ভাঙলো সুন্দরবন এলাকায়।ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়  প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের  হাড়ভাঙ্গী এলাকায়।সেই ভাঙন থেকে গ্রামে নোনা জল ঢুকতে শুরু করেছে। গ্রামবাসীদের আশঙ্কা জোয়ারের সময় নদীর নোনা জল ঢুকে প্লাবিত হতে পারে গ্রামের পর গ্রাম। ক্ষতি হবে বাড়িঘর,গবাদীপশু সহ খরা চাষের ধান অন্যান্য সবজি চাষ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে সুন্দরবনের মাতলা নদীর তীরবর্তী গ্রাম হাড়ভাঙ্গী। গ্রামের জল নিকাশীর জন্য একটি সুইস গেট রয়েছে। গ্রামবাসীদের দাবী সুইস গেটটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে।সেই সুইস গেটের পাশ থেকে বিশালাকার ফাটল দেখা দিয়েছে নদী বাঁধে। বর্তমানে নদীতে ভাঁটা থাকায় অল্প জল ঢুকতে শুরু করেছে। রাতে জোয়ারের সময় নদীতে জলে চাপ বাড়বে। আর তখনই প্লাবিত হয়ে যেতে পারে গোটা গ্রাম।ঘুম উবে গিয়েছে গোটা গ্রামের। সেই আশঙ্কায় প্রহর গুনছেন এলাকার প্রায় ১৭০০ পরিবার।