আবদুল হাই, বাঁকুড়াঃ আজ রবিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুরে W B S M C A এর আহ্বানে কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভার শুরুর আগে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বাঁকুড়া জেলা সম্পাদক সুদেব দিগার বলেন,কাজের কোনও নির্দিষ্ট নিয়ম নেই।সে কারণে স্কুল বা মাদ্রাসাগুলোতে তাঁদের যে কোন কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন,করণিক পদের নূন্যতম যোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এছাড়াও অতিরিক্ত কাজের জন্য Overtime Allowance এর ব্যবস্থা করতে হবে, প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় ৫০০ জন ছাত্র ছাত্রী পিছু একজন করণিক নিয়োগ সহ অন্যান্য দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন,রাজ্য কমিটির সদস্য বুদ্ধদেব রায়, অলকেন্দু ঘোষ, শিবনাথ বোস, জেলা সম্পাদক সুদেব দিগার,দুঃখভঞ্জন হালদার সহ অন্যান্য নেতৃত্ব।