মতুয়া সংগঠন মজবুত করতে বৈঠক করলো তৃণমূল কংগ্রেস ।

0
374

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মতুয়াদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছেন । সে মতই রবিবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহন পুরে মতুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি বৈঠক । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হলো । যেখানে ঠাকুরনগর থেকে আগত মতুয়া সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন । রাধামোহনপুর পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন আগামী দিনে তাদের নিয়ে অঞ্চল কমিটি গঠন করে সংগঠনকে আরো বেশি করে মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । পাশাপাশি আগামী দিনে তাদের সরকারি সুযোগ-সুবিধা দ্রুত কিভাবে পৌঁছে দেওয়া যায় তারও প্রচেষ্টা চালানো হচ্ছে । এদিনের এই বৈঠক রাধামোহনপুর পঞ্চায়েত এলাকায় মতুয়া সংগঠন আরো বেশী মজবুত করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , রাধামোহন পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় ও ঠাকুরনগর থেকে আগত মতুয়া সংগঠনের নেতৃত্বরা ।

সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান , এই বৈঠক আগামী দিনে রাধামোহনপুর পঞ্চায়েত এলাকায় মতুয়া সংগঠন আরো বেশী মজবুত হবে ।