আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাসে নৃত্যধারা কালচারাল একাডেমির পরিচালনায় সাড়ম্বরে পালিত হলো বসন্ত বরণ উৎসব 2022 । একাডেমির সম্পাদক আনন্দ পন্ডিত জানান দুই নৃত্য প্রশিক্ষক সৌমিত্র কুন্ডু ও সোমনাথ মাইতি মহাশয়ের অনুপ্রেরণায় এই দিন সকালে ইন্দাস বাজারে একটি প্রভাত ফেরি সহ পথ নৃত্য এবং ইন্দাস কালীবাড়ি সমিতির মূলমঞ্চে সকল ছাত্রছাত্রী;অভিভাবক ও বিভিন্ন শিল্পীদের নিয়ে
” রাঙিয়ে দিয়ে যাও” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এই বসন্ত বরন উৎসবে আপামোর ইন্দাস বাসীর সঙ্গে উপস্তিত ছিলেন এস.ডি. পি.ও. বিষ্ণুপুর কুতুবউদ্দিন খান ,;বি ডি ও ইন্দাস মানসী ভদ্র চক্রবর্তী ,ও সি ইন্দাস:সোমনাথ পাল, কবি শিল্পী শিবপ্রসাদ চৌধুরী , শিক্ষক- মহাদেব পাল; ;সুনীল বরণ পতি ;শক্তিপদ চক্রবর্তী বামাচরণ যশ সহ অগণিত গুণী ও সংস্কৃতি প্রেমী মানুষ। একাডেমির পক্ষ থেকে সঞ্চালক আনন্দ পন্ডিত ও কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার জানান এই উৎসবে ফুল আবির মিষ্টি প্রদানের সঙ্গে সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান রঙে সকলকে রাঙিয়ে দিয়ে এক নির্মল সাংস্কৃতিক পরিবেশের বাতাবরন তারা বহন করতে চান।