আইপিএল-এর ইতিহাস কী?

0
1280

সুভাস চন্দ্র তখন ক্যারি প্যাকার যেভাবে ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিলনে সেইভাবে আলদা টি-২০ টুর্নামেন্টের কথা ভাবেন।তিনি কপিল দেবকে দায়িত্ব দেন টুর্নামেন্টের আর বন্ড,লারা,ইনজামাম সহ অনেক প্লেয়ারকে সাইনও করিয়ে নেন।ব্যাপারটি বিসিসিয়াই ভালোভাবে নেয়নি।তারা প্লেয়ারদের প্রাইজমানি বাড়িয়ে দেয় ঘরোয়াতে যেনো তারা আইসিএলে না যায়।এরপরেও যখন প্লেয়াররা আইসিএলে যোগ দিচ্ছিলো তখন বিসিয়াই নিষেধাজ্ঞা আরোপ করে।মোদি তখন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়।ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ক্রিকেট লীগ বা আইপিএল।৮টি ফ্র্যাঞ্চাইজি,বলিউড তারকার,বিজনেস ম্যাগনেটদের জড়ো করে শুরু হয় আইপিএলের যাত্রা।

।।সংগৃহীত।।