পৌরসভার নির্দেশেই স্কুলের ভ্যাকসিন ক্যাম্পে শিশুদের হাতে দেওয়া হচ্ছিলো সিল মোহর, চাঞ্চল্য জলপাইগুড়িতে।

0
1786

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার জলপাইগুড়ি পৌরসভার উদ্দ্যেগে জলপাইগুড়ি গভর্মেন্ট গার্লস স্কুলে শুরু হলো করোনা টিকা দেবার বিশেষ ক্যাম্প,
এদিনের এই ভ্যাকসিন শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল,সহ ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়,
তবে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে সেটি হলো, স্কুলের ছাত্রীদের ভ্যাকসিন দেবার পরেই হাতে একটি করে সিল মোহর লাগিয়ে দেবার ঘটনাটি নিয়ে।
যদিও বিষয়টি জেলা শাসকের গোচরে আসতেই নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ,
এই বিষয়ে ,স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নিবেদিতা সাহা জানান, পৌরসভার নির্দেশেই ছাত্রীদের হাতে সিল মোহর মারা হচ্চিলো, তবে কিছুক্ষণ আগেই জেলা শাসকের অফিস থেকে একটি নির্দেশ দিয়ে জানানো হয়েছে কোনো শিশুর হাতে সিল মোহর ছাপ লাগানো যাবে না।

অপরদিকে এক অভিভাবক জানান ,আমার মেয়ে এই স্কুলের ছাত্রী ভ্যাকসিন নিতে এসেছে ,কিন্তু শুনছি হাতে সিল মেরে দেওয়া হচ্ছে এটা কেনো হবে।