লাগাতার দুর্নীতি ও উদ্বাস্তুদের জমির পড়চা দেওয়ার ক্ষেত্রে অবিলম্বে টালবাহানা বন্ধ করার দাবিতে সিপিএম এর বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের blro।

0
301

আবদুল হাই, বাঁকুড়াঃ লাগাতার দুর্নীতি ও উদ্বাস্তুদের জমির পড়চা দেওয়ার ক্ষেত্রে অবিলম্বে টালবাহানা বন্ধ করার দাবিতে সিপিএম এর বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের blro। বিক্ষোভ দেখাতে গিয়ে ভূমি সংস্কার আধিকারিককে না পেয়ে ওই দফতরের অন্যান্য আধিকারিকদের অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রাক্তন বিধায়ক সহ সিপিএম কর্মী সমর্থকরা। পরে ব্লক ভূমি সংস্কার আধিকারিক অফিসে হাজির হয়ে বিক্ষোভকারীদের প্রয়োজনীয় পদক্ষেপের আস্বাস দিলে অফিস খুলে দেওয়া হয়।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের অধীন রয়েছে চারটি উদ্বাস্তু কলোনি। এই চারটি কলোনিতে বসবাস করেন কয়েক হাজার উদ্বাস্তু পরিবার। বাম আমলে এই উদ্বাস্তুদের জমির দলিল দেওয়া হলেও আজও তাঁরা পড়চা হাতে পাননি। বারবার ভূমি সংস্কার দফতরে আবেদন জানিয়েও আধিকারিকদের টালবাহানায় লাভের লাভ কিছু হয়নি। ফলে কৃষক হিসাবে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের জন্য আগে ব্লক ভূমি সংস্কার দফতরে আবেদন জানিয়েছিল সিপিএম ও। অভিযোগ সেই আবেদনে কর্ণপাত করেনি ভূমি সংস্কার দফতর। অবিলম্বে ওই জটিলতা কাটিয়ে উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা প্রদান ও ভূমি সংস্কার দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতি বন্ধের দাবিতে আজ বড়জোড়া চৌমাথা থেকে মিছিল করে ব্লক ভূমি সংস্কার দফতরে যায় সিপিএম কর্মী সমর্থকরা। সিপিএম কর্মীদের দাবি আগে থেকে অনুমতি নেওয়া সত্বেও এদিন অফিসে ছিলেন না ব্লক ভূমি সংস্কার আধিকারিক। আর এই ঘটনাতেই আগুনে ঘি পড়ে। অফিসের কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে অফিসের দরজা বন্ধ করে সেখানে সিপিএমের দলীয় পতাকা টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রায় পনেরো মিনিট অফিস বন্ধ অবস্থায় থাকার পর ব্লক ভূমি সংস্কার আধিকারিক অফিসে হাজির হয়ে বিক্ষোভকারীদের আস্বস্ত করেন। এরপর অফিস খুলে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি আগামী এক মাসের মধ্যে উদ্বাস্তুরা পড়চা হাতে না পেলে ও দুর্নীতি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বড়জোড়ার ব্লক ভূমি সংস্কার আধিকারিক জানিয়েছেন দাবিগুলি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তৃনমূলের স্থানীয় বিধায়কের দাবি ডেপুটেশানের নামে এদিন ভূমি সংস্কার দফতরে বিশৃঙ্খলা করেছে সিপিএম।

বাইট ঃ- সুজয় চৌধুরী
বাইট ঃ- সুজিত চক্রবর্তী
বাইট ঃ- ভূমি সংস্কার দফতরের আধিকারিক
বাইট ঃ- অলোক মুখোপাধ্যায়