স্ত্রী’র পুত্র হয়েছে আনন্দে বেপরোয়া বাইক চালিয়ে পরপর তিন বাইক কে ধাক্কা,গুরুতর জখম ২।

0
383

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পরপর তিন তিনটি বাইক এ ধাক্কা মারলো এক যুবক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই বাইক চালক সহ অপর একজন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ক্যানিং থানার বাজার সংলগ্ন পেট্রোপাম্প এলাকায়।গুরুতর জখম হয়েছে মনিকুল সাহা ও বাবু দাস।ঘটনার খবর পেয়ে দুজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ।
স্থানীয় সুত্রের জানা গিয়েছে ক্যানিংয়ের তালদির বয়ারসিং এলাকার বাসিন্দা মনিকুল সাহা।তার স্ত্রী সন্তানসম্ভবা। গত দুদিন আগে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন। সোমবার এক পুত্রসন্তানের জন্ম দেয়।পুত্র সন্তান হয়েছে শোনার পর আনন্দ-উল্লাসে ফেটে পড়ে ওই যুবক।সেই আনন্দে বাইক নিয়ে পাইচারী করতে থাকে।পায়চারী করার সময় পরপর দুটি বাইকে ধাক্কা দেয়। তৃতীয়বার সজোরে আর একটি স্কুটিকে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে সে। গুরুতর জখম হয় স্কুটি চালক বাবু দাস সহ ওই যুবক।স্থানীয়রা ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানেই আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্কুটি চালক বাবু দাস। অন্যদিকে প্রাথমিক চিকিৎসার পর মনিকুল কে আটক করে ঘটনা প্রসঙ্গে জিঞ্জাসাবাদ শুরু করেছে।