সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কমপিউটার ক্লাস সেরে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সেই সময় তার পিছন থেকে সজোর ধাক্কা মারলো এক বাইক চালক।বাইকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন রাঙাবেলিয়া উচ্চমাধ্যমিক হাইস্কুলের ছাত্র তুষায় মাইতি।তবে ঘটনার পর মুহূর্তে বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইক চালক।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোসাবা থানার অন্তর্গত বাদামতলা এলাকায়।রাতের অন্ধকারে রাস্তার উপর পড়ে যন্ত্রণায় ছটফট করছিল ওই ছাত্র। রাতের অন্ধকারে চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন।গুরুতর জখম ওই উচ্চমাধ্যমিক ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।পাশাপাশি স্থানীয়রাই ওই ছাত্রের কাছ থেকে ফোন নম্বর জোগাড় করে তার সোনাগাঁও বাড়িতে দুর্ঘটনার কথা জানায়।পরিবারের লোকজন খবর পেয়ে তড়িঘড়ি গোসাবা হাসপাতালে চলে আসে। অন্যদিকে ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন গোসাবা হাসপাতালের চিকিৎসকরা।রাতেই ওই ছাত্রের পরিবার পরিজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই উচ্চমাধ্যমিক ছাত্র আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।