বীরভূম সেখ ওলি মহম্মদ ও নিতাই চক্রবর্তীঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের মিত্র পরিবারের ঐতিহ্যমন্ডিত বহুপ্রাচীন রাধামাধব মন্দিরে দোল পূর্ণিমার চতুর্থ দিনে অর্থাৎ পঞ্চম দোলের আগের দিন দীর্ঘদিনের রীতি মেনে চাঁচর পোড়া অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, গতকাল রাত্রে মিত্র পরিবারের পঞ্চমন্দির হতে গোপালচাঁদকে খোল করতাল সহযোগে মন্দির প্রাঙ্গণে অস্থায়ী খরের ছাউনির মধ্যে নিয়ে গিয়ে এদিন সেখানে পূজার্চনা এবং বিশেষ ভোগ আরতি করা হয়। তারপর পূজার্চনা শেষ হবার পর রাধামাধবকে পুনরায় মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেই চাঁচরকে পোড়ানো হয় অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্য। জানা গেছে, প্রায় পাঁচশো বছর কিম্বা তারও আগে থেকে প্রথা অনুযায়ী এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।যদিও আগে মাঠের মধ্যে এই চাঁচর পোড়ানো প্রথার চলন ছিল |এখন মন্দির প্রাঙ্গনে চাঁচর পোড়ানো হয় এবং পরদিন মহা সমারোহে পঞ্চম দোল উৎসব পালিত হয় বলে জানালেন মিত্র বাড়ির সদস্য মৃণালকান্তি মিত্র|