নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ মার্চ : প্রসবের সময় কিংবা তার পর প্রসূতিদের মৃত্যু আটকাতে তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এজন্য জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, এমনকি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে সম্প্রতি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
জেলা সহকারী মুখ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, গত বছর জেলায় ৯৯ জন প্রসূতি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন। এবার এখনও পর্যন্ত মায়েদের মৃত্যুর সংখ্যা ৬৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রসূতিদের মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। আশা করা যাচ্ছে, মার্চের মধ্যে আর কোনও মায়ের মৃত্যু হবে না। মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলাতেই প্রসূতিদের মৃত্যুর ঘটনা বেশি ঘটে। এর অন্যতম কারণ, অল্প বয়সেই গর্ভধারণ করার সমস্যা। তবে অপুষ্টিজনিত মৃত্যুর ঘটনা আমাদের খুব একটা নজরে পড়েনি। তবে অ্যানিমিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রসূতিদের মৃত্যু আটকাতে আমরা সারা বছর ধরেই বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।