মনিরুল হক, কোচবিহার: অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর দোকান পরিদর্শন করলেন কোচবিহার পুরসভার চেউয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ ভোরে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টিতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের জেরে ইলেকট্রিক গুডস এবং ব্যাটারি ব্যবসায়ী ওই দোকানদারের সমস্ত মালপত্র পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে কোচবিহার দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আর পার্শ্ববর্তি দোকান গুলোতে ছড়িয়ে পড়তে পারে নি বলে জানা গিয়েছে।
এদিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই দোকান পরিদর্শনের পর রবীন্দ্রনাথ বাবু বলেন, “মাসখানেক আগেও নাকি ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দোকান মালিকের আশঙ্কা কেউ শত্রুতা করে ওই আগুন লাগিয়ে দিচ্ছে। দমকল এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রয়োজনে ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজারে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করবো।”
কোচবিহার শহরের সব থেকে বড় বাজার ভবানীগঞ্জ বাজার। ২০০৩ সালে ওই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় প্রচুর দোকানপাট পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর দুএকবার ছোটমোটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তেমন বড় কোন ক্ষতি হয় নি। কিন্তু ২০০৩ সালের সেই অগ্নিকান্ডের ঘটনায় এখনও দগদগে স্মৃতি হয়ে রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাই কোন আগুন লাগার ঘটনা ঘটলেও ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়।
Home রাজ্য উত্তর বাংলা ভবানীগঞ্জে বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।