জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহর লাগোয়া বিভিন্ন হিমঘরে আলু রাখা নিয়ে যানজট থেকে অশান্তি অব্যাহত।
মঙ্গলবার জলপাইগুড়ি 73 মোড় সংলগ্ন একটি হিমঘরে দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাক এবং ট্রাক্টটের জন্য একদিকে যেমন তীব্র যানজট সৃষ্টি হয়, পাশাপাশি স্থানীয় এক খাবার দোকানে বসে কিছু গাড়ি চালক মদ পান করার অভিযোগে দোকানের মালিক এক মহিলাকে পুলিশ গ্রেফতার করার ঘটনার জেরে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আটক মহিলাকে মুক্তির দাবি জানায়।
অপরদিকে এই সব অশান্তির কারণে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ।
এদিকে সাত আট দিন পরেও আলু চাষীরা হিমঘরে আলু রাখতে পারছেন না এলাকায় সিন্ডিকেট রাজের দাপটে।
এমনটাই জানালেন এক আলু চাষী।