নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেল হকার উচ্ছেদের প্রতিবাদে রেলস্টেশনে প্রতিবাদ বিক্ষোভ সিপিএম, তৃণমূল, বিজেপি, যৌথভাবে। বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রত্যেকটি রেলস্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে শান্তিপুর ফুলিয়া রেল স্টেশনে প্রতিবাদে বিক্ষোভে সামিল হতে দেখা গেল আইএনটিটিইউসি, সি আই টি ইউ, ও বিজেপির শ্রমিক সংগঠনের কর্মীদের। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সি আই টি ইউর নদীয়া জেলা কমিটির সদস্য অনুপ ঘোষ বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং রেলস্টেশন থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা প্রথমেই বিক্ষোভে সামিল হয়ে ছিলাম। পরবর্তীতে ব্যবসায়ী সমিতির অনুরোধে আমরা একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচি করি। যদিও শান্তিপুর শহর আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দলের শ্রমিক সংগঠন আছে, তাই সব দলের শ্রমিক সংগঠনের কর্মীরা আজ এই বিক্ষোভে শামিল হয়েছে। তিনি এও বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির মধ্যে রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ এটাও একটা নীতি। আমরা শুধু হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়, তাদের পুনর্বাসন দিতে হবে। এই বিক্ষোভ কর্মসূচির পরেও যদি আরপিএফ কোনরকম ভাবে হকার উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে সব দলের শমিক সংগঠনের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে। এছাড়াও ঐক্যবদ্ধভাবে কেন্দ্র সরকারের এই নীতির বিরুদ্ধে লড়াই করবে।