সরকারি নিয়ম মেনে তাম্রলিপ্ত পুরসভার শপথ গ্রহণ, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন।

0
273

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন প্রেক্ষাগৃহে তাম্রলিপ্ত পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহন করান তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। তাম্রলিপ্ত পুরসভায় মোট ২০ টি আসন। তার মধ্যে ১৮ টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এবং ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা জয়লাভ করে। এইদিন মহকুমা শাসক তাম্রলিপ্ত পুরসভার ২০ জন কাউন্সিলরদের একে একে শপথ গ্রহন করান। সরকারি নিয়ম মেনেই প্রথমে কাউন্সিলরদের শপথ গ্রহন, সভাপতি নির্বাচন ও পরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এইদিন ২০ জন কাউন্সিলরের উপস্থিতিতে চেয়ারম্যান নির্বাচনের জন্য সভাপতির নাম প্রস্তাবের আবেদন করেন মহকুমা শাসক। সভাপতি হিসাবে নাম প্রাস্তাব হয় ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সুব্রত রায়ের। তিনি তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যানের নাম প্রস্তাবের আবেদন করেন। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়া তাম্রলিপ্ত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ন রায়ের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব গ্রহীত হয়। এর পর নব নিযুক্ত চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলা মাভৈ রায়। এদিন নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান রাজের সেচ ও জল পথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র সহ বিধায়কগন। এইদিন নব নিযুক্ত চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় তাম্রলিপ্ত পুরসভার ২০ জন কাউন্সিলরদের নিয়ে এলাকায় উন্নয়ন করার প্রতিশ্রুতিদেন।