12 থেকে 14 বছরের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন পর্ব শুরু হল স্কুলে স্কুলে।।।

0
203

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: 12 থেকে 14 বছরের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন পর্ব শুরু হল স্কুলে স্কুলে। ভারত সরকার দেশ থেকে করণা বিলুপ্ত করার জন্য একে একে বড়দের এবং ছোটদের ভ্যাকসিন এর ব্যবস্থা গ্রহণ করায় করোনার পারদএকদম নিম্নমুখী পর্যায়ে পৌঁছেছে । এমতাবস্থায় সারা ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের ১২ থেকে ১৪ বছরের শিশুদের ভ্যাকসিন দেওয়ার উপরে জোর দিয়েছেন সরকার। সেইমতো পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে ১২ থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান পর্ব চলছে । আজ সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েত স্থিত মানিকপুর শিব তলা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে দেখা গেল ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন নেওয়ার উন্মাদনা। এক এক করে ক্লাসের মধ্যে আসছে ছাত্রছাত্রীরা এবং কম্পিউটারে নাম নথিভুক্ত করে স্লিপের মাধ্যমে ভ্যাকসিন নিয়ে বাড়ি যাচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আমাদের জানালেন ২৪০জন এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ভ্যাকসিনের । তেমনি আমরা ২৪০জন ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছি। ভ্যাকসিন রত ছাত্র-ছাত্রীদের চিত্র
ধরা পড়ল আমাদের সব খবরের ক্যামেরায়।