28 29 মার্চ ভারত বনধ এর সমর্থনে গণনাট্য পক্ষ থেকে পথনাটিকা প্রকাশিত হল সাঁকরাইলে।।।

0
182

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- 28 29 মার্চ ভারত বনধ এর সমর্থনে গণনাট্য পক্ষ থেকে পথনাটিকা প্রকাশিত হল সাঁকরাইলে। ভারতের গণনাট্য সংঘের গড়িয়া শাখার পক্ষ থেকে পথনাটিকা ‘সাইরেন’ হয়ে গেল দক্ষিণ সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের সামনে। কমিউনিস্ট পার্টির একটি সাংস্কৃতিক শাখা গণনাট্য। গণচেতনা এক প্রতিবাদী চেতনা মঞ্চ। এই মঞ্চ থেকে পথনাটিকা প্রদর্শন করলেন গণনাট্য সংঘের গড়িয়া শাখার কলাকুশলীরা। সুবিনয় চক্রবর্তীর লেখা এবং প্রযোজনা সাইরেন নামক নাটকটি বর্তমান রাজনৈতিক পটভূমিকায় তৈরি। সেই নাটকটি পথনাটিকা মাধ্যমে দক্ষিণ সাঁকরাইল স্টার স্পোটিং ক্লাবের সামনে উৎসুক দর্শকদের উপস্থিতি পরিবেশিত হল এবং নাটকের শুরুতে আগামী 28 ও 29 মার্চ সারা ভারত ধর্মঘটের সমর্থনে প্রচার সারলেন কলাকুশলীরা। উৎসুক সাধারণ দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের নাটকটি।