আলু হিমঘরে রাখতে অবৈধ ভাবেদিতে হচ্ছে টাকা ।

0
315

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আলু হিমঘরে রাখতে অবৈধ ভাবেদিতে হচ্ছে টাকা ।এমন টাই জানালো আলু রাখতে আসা গাড়ির চালকরা।ঘটনা বাহাদুর ঠুটাপাকড়ি এলাকায়।যদিও বিষয়টি নিয়ে সহতমত জানিয়েছেন ঐ এলাকার কিছু যুবক।যারা নিসসার্থে গাড়ির যানজট মেটারছেন দিন রাত। আলু হিমঘরে রাখার সমস্যা এখন উদ্দমুখি।রোজ ই কয়েক শত শত আলুর গাড়ি কয়েক দিন থেকেও পাচ্ছে না আলু হিমঘরে রাখতে।তার মধ্যে গাড়ি আগে নিতে গেলে দিতে হচ্ছে টাকা এমনটাই জানালো চালকরা।তবুও বিষয়টি দেখার কথা জানিয়েছেন বাহাদুর এলাকার সেই সমস্ত যুবকের দল।যারা অনবরত যানজট নিরসনে বিনা পারিশ্রমিকে এগিয়ে এসেছেন।