জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকেও বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হচ্ছে।

0
331

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২৪ শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা যক্ষ্মা বিভাগে। ১৯৮২ সালের ২৪ শে মার্চ রবার্ট কচ্ আবিষ্কার করেছিলেন যক্ষ্মা রোগের জীবাণু। তাই প্রতিবছর ২৪ শে মার্চ দিনটি বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়। আজকে জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকেও বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হচ্ছে। আজ জেলা যক্ষা বিভাগে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর সুরেশ দাস, জেলা যক্ষ্মা আধিকারিক ডক্টর শুভদীপ বিশ্বাস, উপ – মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা আয়ুশ আধিকারিক সহ যক্ষ্মা বিভাগের সমস্ত কর্মীবৃন্দ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার জানান যে ২০২২ সালের যে স্লোগান “ইনভেস্ট টু এন্ড টিবি, সেভ লাইভস” এই স্লোগান কে সামনে রেখে জেলার সব ব্লকের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে । টিবি মুক্ত জেলা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।
উল্লেখ্য জলপাইগুড়ি জেলায় বিগত কয়েক বছরে টিবি রুগীর সংখ্যা হলো
২০১৯ এ ৩৭৯৪ জন
২০২০ তে ২৬৯৬ জন
২০২১ এ ২৮৫৯ জন
২০২২ এ আজ অব্দি ৫৮৮ জন ।