নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- – তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বামীকে বাড়ি ফেরার পথে গুলি চালিয়ে খুনের চেষ্টা চালানো দুষ্কৃতীরা। আজ রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার বগুলা মুড়োগাছা দরগাতলা পাড়ায়। ওই এলাকার একটি প্রাথমিক স্কুলের কাছে সহদেব মন্ডল নামেও একজনকে বগুলা বাজার থেকে ফেরার পথে দুষ্কৃতীরা পেছন থেকে গুলি চালায়। সহদেব মন্ডল এর কাধের কাছে গুলি লাগে। সহদেব মন্ডল বগুড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনিমা মন্ডল এর স্বামী। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে কলকাতা