পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেহাল কাঠের ব্রিজ। দুর্ঘটনা ঘটছে প্রায়ই, কাঠের ব্রিজের পরিবর্তে নতুন কংক্রিটের ব্রীজের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করল দক্ষিণ নারিকেলদা গ্রামবাসীরা। দক্ষিণ নারকেলদা গ্রামে প্রতাপখালী খালের ওপর থাকা প্রায় ৩৫ ফুট কাঠের ব্রিজটি ভগ্নপ্রায়। ব্রিজ দিয়ে পারাপারের সময় ঘটছে দুর্ঘটনা। শুধু দক্ষিণ নারকেলদা গ্রাম নয় পার্শ্ববর্তী আরো চারপাশটা গ্রামের বাসিন্দারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে নিত্যদিন। এমনকি দক্ষিণ নারকেলদা স্কুল সহ আরো একটি উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে স্কুলের যায়। কিন্তু বর্তমানের কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় থাকায় সমস্যায় পড়েছে সবাই। গ্রামবাসীদের বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন সুরহা হয়নি। এমনকি জানানো হয়েছে স্থানীয় বিধায়ক সুকুমার দে কে। কিন্তু তাতেও কোনো কিছু কাজ না হওয়ায় বাধ্য হয়ে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অফিস টাইমে রাস্তা অবরোধ করার ফলে দীর্ঘ যানজটের সমস্যা হয়। আটকে পড়ে অফিস যাত্রী, স্কুলের বাস। রোগীর অ্যাম্বুলেন্স। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক ও নন্দকুমার থানার ট্রাফিক পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তার অবরোধ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। প্রশাসন সূত্রে জানা যায় ওই জায়গায় কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তা সময়সাপেক্ষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা বেহাল কাঠের ব্রিজ,নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ...