শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে বিশেষ তিথিতে পালিত হয় সত্যম দোল উৎসব।

0
713

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বিশেষ তিথিতে পালিত হল সত্যম দোল উৎসব। শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে এই বিশেষ তিথিতে পালিত হয় সত্যম দোল উৎসব, এই রীতি প্রচলন হয়ে আসছে বহু বছর ধরে। প্রথম দোল উৎসবের পরেই পালিত হয় পঞ্চম দোল উৎসব, এরপর সত্যম দোল উৎসব। এই দোল উৎসবে শুধু শান্তিপুরের অদ্বৈত পাঠ নয় শান্তিপুরের আরো দু’একটি জায়গায় পালিত হয় বিশেষ তিথিতে সত্যম দোল উৎসব। বৃহস্পতিবার এই সত্যম দোল উপলক্ষে শান্তিপুর অদৈত্য পাঠ মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত বৃন্দ আসেন মহাপ্রভু অদ্বৈতাচার্যর দর্শনের জন্য। সকাল থেকেই গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছিল বিভিন্ন রঙে, এছাড়াও মন্দির চত্বর এর পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ মেতে উঠেছিল বসন্ত উৎসবে। মন্দির চত্বর এর আশেপাশে অনেক মেলা দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন, আর সেখানেই হাজার হাজার মানুষের ভিড় জমে। যদিও কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই নিয়ন্ত্রণ রাখতে করা পুলিশ মোতায়েন। সকাল থেকেই চলছে পূজার্চনা, চলছে হরিনাম সংকীর্তন, এবং ভক্তবৃন্দ দের জন্য মন্দির কর্তৃপক্ষ আয়োজন করেছে অন্নভোগ। যদিও এই বাবলা অদ্বৈত পাঠ মন্দিরের বংশপরম্পরায় কর্ণধার শান্তিপুরের বর্তমান নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বংশধর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সকাল থেকেই এই দল উৎসবকে কেন্দ্র করে গোটা মন্দির চত্বরে তদারকি করলেন বিধায়ক নিজেই।