দীর্ঘদিন রাস্তা বন্ধ হয়ে থাকার ফলে এলাকাবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়।

0
248

তেলিয়ামুড়া প্রতিনিধি :-দীর্ঘদিন যাবত ধরে যাতায়াতের একটি রাস্তা আচমকাই বন্ধ করে দেয়,জনৈক এলাকার এক ব্যাক্তি তথা নিজেকে তাবর নেতা মনে করা মনুজ ঘুষ, ঘটনা মাইগঙ্গা স্থিত চামপ্লাই এলাকার ১নং ওয়ার্ডে। দীর্ঘদিন রাস্তা বন্ধ হয়ে থাকার ফলে এলাকাবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় পরে শুক্রবার সকালে এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। ঘটনার বিবরণে জানা যায় এলাকাবাসীদের সুবিধার্থে মনোজ ঘোষ বিগত কিছুদিন পূর্বে এলাকাবাসীরা সহ পঞ্চায়েতের মানুষজনদের সামনে একটি সভার মধ্য দিয়ে মনোজ ঘোষ বলেন এলাকাবাসীদের সুবিধার্থে তিন হাত জায়গা যাতায়াতের জন্য প্রধান করবেন। কিন্তু পরবর্তীতে কিছুদিন যেতে না যেতেই মনোজ ঘোষ হঠাৎ এলাকাবাসীদের কিছু না বলেই যাতায়াতের রাস্তা টিতে তারকাটার বেরিকেট দিয়ে দেয়। ফলে এলাকার কচিকাঁচা শিশুসহ এলাকাবাসীদের স্কুলসহ পঞ্চায়েতে যাতায়াতের জন্য বেগ পেতে হচ্ছে। পরবর্তীতে গ্রামবাসীরা একপ্রকার বাধ্য হয়ে চামপ্লাই এলাকার সড়ক অবরোধ করে। জানা যায় দীর্ঘদিন যাবত ধরে মনোজ ঘোষ অবৈধভাবে নিজ বাড়িতে একটি শূকরের ফার্ম তৈরি করে। উক্ত শুকরের ফার্ম থেকে দুর্গন্ধে গোটা এলাকা ম ম করে ফলে এলাকাবাসীরা শারীরিক অসুস্থতায় ভুগছে। অন্যদিকে শুকরের বিষ্ঠা খুকু আয় নদীতে ফেলার পরিনাম হিসেবে নদীর জল দূষিত হচ্ছে। জল দূষিত হওয়ার কারণে এলাকাবাসীরা খোয়াই নদীর জল নিত্যদিন ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগে অভিযুক্ত মনোজ ঘোষ সর্বদায় নারীঘটিত অপরাধের সাথে জর্জরিত। নারীঘটিত অপরাধের জের ধরেই কিছুদিন পূর্বে দীর্ঘ তিন মাস যাবত জেল হেফাজতে ছিলেন। জেল থেকে বের হওয়ারকয়েক মাস যেতে না যেতেই ফের নারীঘটিত অপরাধের শহীদ জড়িয়ে পড়ছেন বলে এলাকাবাসীর অভিযোগ। অন্যদিকে মনোজ ঘোষ আবার কিছুদিন পূর্বে শাসক দলের তাবর নেতা ছিলেন, বর্তমানে এলাকাবাসীরা জানায় সেই গুণধর মনোজ ঘোষ কংগ্রেস দলের নেতা, ওই নেতা তন্ত্রের নেতার তকমা লাগিয়ে দিন কিংবা রাত নিজ বাড়িতে একের পর এক অন্যত্র থেকে মহিলাদের এনে আমোদ প্রমোদ করেন বলে অভিযোগ এলাকাবাসীদের। এত কিছু ঘটনা দীর্ঘদিন যাবত ধরে চলতে থাকলে ও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন চুপটি করে হাত পা গুটিয়ে বসে আছে অফিস কক্ষে।