নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ধর্মঘট নিয়ে সর্বাত্মক প্রচারে জলপাইগুড়ি শুক্রবার দুপুরে ডিএম অফিস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শহরের বিভিন্ন দপ্তর ও ব্যাঙ্ক গুলিতে ধর্মঘটের শামিল হওয়ার আহ্বান জানান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদিকা তাপসী সরকার, দীপালি মিত্র, পিয়ালী গুহ রায়, নিরুপমা ঘোষ, স্বপ্না দাস, সম্পা ভট্টাচাৰ্য আরও অনেকে। প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে দপ্তরের আধিকারিক ও কর্মচারীদের এবং চেয়ারম্যান ডিপিএসসি কে শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সমর্থনে ডাকা আগামী ২৮ ও ২৯ মার্চের সারা ভারত ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান এবিপিটিএর নেতৃবৃন্দ। দপ্তরের গ্রেটেস্ট সভায় বক্তব্য রাখেন এবিপিটিএর জেলা সম্পাদক বিপ্লব ঝা, কৃষ্ণ সেন, জয়দীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বন্ধের সমর্থনে শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগে বন্ধের সমর্থনে পথসভা
অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন এলআইসি এজেন্সি ইউনিয়নের নেতৃত্ব দীপক সরকার, এলআইসি কর্মচারী আন্দোলনের নেতৃত্ব ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, যুবনেতা শুভায়ু পাল, কৃষক নেতা তপন গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রের বিজেপি সরকারের দেশ বিক্রীর চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান রেখে শহরের সমস্ত দোকান কর্মচারী ছোট ব্যবসায়ী গাড়ির চালক, সমস্ত ধরনের কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার ডাক দেন নেতৃবৃন্দ।
Home রাজ্য উত্তর বাংলা ধর্মঘট নিয়ে সর্বাত্মক প্রচারে জলপাইগুড়ি শুক্রবার দুপুরে ডিএম অফিস স্টেট ব্যাঙ্ক অফ...