ভগবানপুরের বছিপুর আজাদ সংঘের উদ্যোগে আয়োজিত আজাদ কাপ ফুটবল প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দুই মন্ত্রী।

0
480

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বছিপুর আজাদ সংঘের উদ্যোগে আয়োজিত আজাদ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। জেলার বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে জানা গিয়েছে। এই প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে ভীড় ছিল ভালোই। দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী অখিল গিরি ও আইপিএস হুমায়ুন কবির। তাঁরা জানিয়েছেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক শ্রেয়। পূর্ব মেদিনীপুরে জেলার মধ্যে ভগবানপুরের মতো এত বড়ো ধরনের ফুটবল প্রতিযোগিতা আরও কোথাও হয় না। তাই এলাকার যুবকদের ফুটবল খেলার প্রতি ঝোঁক বাড়াতে হবে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে অবশ্য জানিয়েছেন, বছিপুর আজাদ সংঘ সারাবছর ধরে নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। তাঁরা স্থানীয় থানার পুলিশকেও সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে সহযোগিতা করে। তাই আমি তাঁদের অসংখ্য ধন্যবাদ জানাই। আয়োজক সংস্থার সম্পাদক শেখ হাসিফুর রহমান জানিয়েছেন, বছিপুর আজাদ সংঘ এবার ১২ বছরে পদার্পণ করেছে। আমরা খেলা ও মেলার পাশাপাশি মানুষের জনকল্যাণমুখী কাজের সঙ্গে সারাবছর নিজেদেরকে নিয়োজিত করি। আমরা লকডাউনেও প্রচুর মানুষকে সাহায্য করেছি। ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ দেড় লক্ষ ও এক লক্ষ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি শেখ মুজিবর আলি, এগরার এসডিপিও বদরুজ্জামান আহমেদ, সিআই সুব্রত মুখ্যার্জী, ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য ও অর্ধেন্দুশেখর মাইতি, সমাজসেবী অভিজিৎ দাস ও মদনমোহন পাত্র প্রমুখ।