উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন ।

0
360

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ–  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার তিনি জানান কালিয়াগঞ্জ এর পৌরসভার পৌর নির্বাচন ভোট পর্ব ওর রেজাল্ট ইতিমধ্যেই হয়ে গেছে। গতকাল দিদির নির্দেশ অনুযায়ী পৌরসভার তৃণমূল কংগ্রেসের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর রাম নিবাস সাহা কে পৌরপতি ও 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর ঈশ্বর রজতকে উপ পৌরপতির গুরুদায়িত্ব ও পৌরসভার দায়িত্ব তুলে দিয়েছেন। 17 নাম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর বসন্ত রায় দাবিদার ছিলেন উপপৌর পতির। কিন্তু শহর সভাপতি সুজিত সরকার জানান পৌরপতি ও উপপতি দিদির নির্দেশ অনুযায়ী ও দলের সিদ্ধান্ত শেষ কথা। বিরোধীদের বক্তব্য ছয়মাস পর তৃণমূল কংগ্রেসের ভোট ভেঙে যাবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত রাম নিবাস সাহা জানান ইতিমধ্যেই বিজিবি 3 নবনির্বাচিত কাউন্সিলর আমার সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য। আমাদের ঘর সংসার এক সাথেই আছে। আমরা এক সাথেই আছি ডিভোর্সের কোন পর্যায়ে নেই। তাদের ঘর সামলাক।

তিনি আরো জানান মাত্র একদিন হলো পৌরপতি হওয়া আর তিনি বড় মাপের মনের মানুষের পরিচয় দিলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিলেন পৌরসভায় সাংবাদিকদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা তিনি করে দিবেন সাতদিনের মধ্য।যাতে সাংবাদিকরা আলাদাভাবে ঘরে বসতে পারে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌরপতি রাম নিবাস সাহা। শহর সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শহর-সভাপতি সজল সাহা,সহ অন্যান্যরা