উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ– পৌর ভোট রেজাল্ট শেষ হতেই কে হবে উপ পৌরপতি এই নিয়ে কিছুদিন জল্পনা তুঙ্গে ছিল তার আজকে অবকাশ হলো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর রা শপথ গ্রহণ করার পরেই। আজ 13 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ঈশ্বর রজককে উপপৌর পতি হিসাবে শপথ গ্রহণ করলেন শপথ পাঠ করালেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের পৌরপতি রাম নিবাস সাহা। উপ পৌর প্রতি নিয়ে কালিয়াগঞ্জ মানুষের কাছে অপেক্ষায় ছিল কে হবে উপ পৌরপতি। কালিয়াগঞ্জ এর পৌরসভার উপ পৌর প্রতি তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ঈশ্বর রজক শপথ গ্রহণ করলেন। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন। তিনি প্রথম তৃণমূল কংগ্রেসের পৌরভোটে কাউন্সিলর হয়ে লড়াই করেন 13 নাম্বার ওয়ার্ডে। তিনি একজন সৎ প্রকৃতির মানুষ। তিনি জানান নিষ্ঠার সঙ্গে এবং নিরপেক্ষতার সাথে আগামী দিনে তিনি কাজ করবেন। যেসব কাজ এখনো অসম্পূর্ণ আছে তিনি সেটা করবেন।উপ পৌর প্রতি শপথ গ্রহণে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধায়ক তৃণমূল কংগ্রেসের সৌমেন রায়, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার, শহর সভাপতি সুজিত সরকার,প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলরা,প্রাক্তন প্রশাসক শচীন সিংহ রায়, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্য দোধি মোহন দেবশর্মা,তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা,13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, সহ পৌরসভার প্রতিটি কর্মীরা।