মানসিক প্রতিবন্ধী মহিলা উদ্ধার,পরিবারের হাতে তুলেদিল পুলিশ।

0
580

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -বছর ৬০ বয়সের এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিলো পুলিশ। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা থানা এলাকায়।পুলিশ সুত্রের খবর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসন্তী দেওয়ান। গত ৩০ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেন নি। বিস্তর খোঁজাখুঁজির পর স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন মানসিক প্রতিবন্ধী মহিলার পরিবার।সময়ের সাথে সাথে অনেক জল গড়িয়েছে। একসময় নিজের বাড়িতে পৌঁছাতে না পেরে এখানে ওখানে ঘুরে ঘুরে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা দ্বীপে পৌঁছে যায় বাসন্তী দেবী। সেখানে গোসাবা বাজার এলাকায় ওই মহিলা কে উদভ্রান্তের মতো ঘুরতে দেখেন স্থানীয়রা। তাদের সন্দেহ হলে তারা গোসাবা থানার পুলিশে খবর দেয়। পুলিশ ওই মহিলা কে উদ্ধার করে তার সাথে কথা বলেন।বুঝতে পারেন তিনি মানসিক প্রতিবন্ধী।মহিলার কাছ থেকে ঠিকানা পেয়ে গোসাবা থানার পুলিশ সুদূর আসানসোল থানার পুলিশের সাথে যোগাযোগ শুরু করেন। উদ্ধার হয় মহিলার পরিবারের ঠিকানা। মহিলার পরিবার কে ঘটনার কথা জানানো হয় আসানসোল থানার তরফে।পুলিশ মারফত হারিয়ে যাওয়া পরিবারের লোকের খোঁজ পেতেই আসানসোল থেকে গোসাবা থানায় হাজির হয় ওই মহিলার ভাইপো কালিচরণ দেওয়ান।
সমস্ত তথ্য যাচাই করে বাসন্তী দেওয়ান কে তার পরিবারের হাতে তুলে দেয় গোসাবা থানার পুলিশ।
দীর্ঘ প্রায় চার মাস পর হারিয়ে যাওয়া বাসন্তী দেওয়ান কে ফিরে পেয়ে গোসাবা থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে তার ভাইপো কালিচরণ দেওয়ান।অন্যদিকে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন ‘বছর ৬০ বয়সের এক মানসিক প্রতিবন্ধী মহিলা কে উদ্ধার করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থানা এলাকায় তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে গোসাবা থানার তরফে।’