১৬ জন পটশিল্পী পরিবারের হাতে পাট্টা তুলে দিলেন ছাতনা ব্লকের বিডিও।

0
272

আবদুল হাই, বাঁকুড়াঃ শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র আর এই পাহাড়ের সম্মুখেই ভরতপুর গ্রামে 16 টি চিত্রকর পরিবার দীর্ঘ 130 বছর ধরে কাগজে ও কাপড়ের ওপর পট এঁকে তার সাথে সাথে গান গেয়ে পট সংস্কৃতিকে ধরে রেখেছে। আদিমকাল থেকেই ওদের হাতে ফুটে উঠেছে রামায়ণ মহাভারত চন্ডীমঙ্গল মনসামঙ্গলের ছবি। সেই পট শিল্পীদের পাশে দাঁড়ালো প্রশাসন, বর্তমান রাজ্য সরকারের শিল্পী ভাতা তাদের অনেকটাই সম্বল। তবে 16 টি পরিবারের ছিলনা নিজস্ব জমি, তাই দীর্ঘদিন ধরেই সরকারের কাছে আবেদন ছিল তাদের পাট্টা দেওয়ার। ছাতনা ব্লকের বিডিও শিশুতোষ প্রামানিক আজ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন আগে একবার পাট্টা দেয়া হলেও সেই জমিতে বর্ষাকালে জল দাঁড়ায় বসত বাড়ি তৈরীর পক্ষে উপযোগী নয়। তাই নতুন করে পাট্টা দেয়া হলো। জমি পেয়ে খুশি 16 টি পরিবার। আজ এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা ব্লকের বিডিও শিশুতোষ প্রামানিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরী, জেলা কিসান ক্ষেতমজুর ছেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী, ছাতনা BLRO ,পঞ্চায়েত প্রধান মমতা বাউরী, ও অনান্য সরকারি আধিকারিক রা।