সাধারণ ধর্মঘটের সমর্থনে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা করল CPI(M),পা মিলিয়েছেন সুশান্ত ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৮ শে এবং ২৯ শে মার্চ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ১২ দফা দাবি নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন, তারই সমর্থনে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে মিছিল ও পথসভা করল CPI(M) নেতাকর্মীরা, এইদিন গোটা শহর মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে পথসভা করল CPI(M) নেতাকর্মীরা, যেই মিছিলে সাময়িক সময়ের জন্য পা মিলিয়েছেন এলাকার দাপুটে নেতা তথা CPI(M) জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন সনৎ চক্রবর্তী, কমল সাহা, নীলাঞ্জনা ব্যানার্জি, চঞ্চল মন্ডল, বাপি দাস, মহিলা নেত্রী লিপিকা বারিক সহ অন্যান্য নেতাকর্মীরা। এই দিন দাপুটে নেতা সুশান্ত ঘোষ বলেন জেলার সর্বত্রই আমাদের প্রচার মিছিল চলছে, দাবিগুলির বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, আগামী দুইদিন যেই ধর্মঘট হবে আশা করি এর আগে এই রকম ধর্মঘট দেখেনি সাধারণ মানুষ, তবে পুনরায় দাপুটে নেতা কে সংক্ষেপে কর্মীদের মধ্যে যথেষ্ট মনোবল বৃদ্ধি হয়েছে বলে ধারণা নেতাকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *