সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – গত প্রায় দু’বছর আগে প্রাকৃতিক দুর্যোগ আম্ফান তান্ডব চালিয়েছিল।সেই তান্ডবে উড়ে গিয়েছিল স্কুল ঘরের ছাউনি।দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ অবধি মেরামতি হয় স্কুলের ছাউনি।অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোন সমাধান মেলেনি।অগত্যা নিরুপায় হয়ে শিশুদের মিড ডে মিলের রান্নার কাজ চলছে খোলা আকাশের নীচে।এমনই প্রতিচ্ছবি দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া এলাকায়।উত্তর মোকামবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি গায়েনের অভিযোগ ‘বিগত দু’বছর আগে প্রাকৃতিক দুর্যোগে উড়ে গিয়েছিল স্কুল রান্নাঘরের ছাউনি। ভেঙে গিয়েছিল স্কুলের বেশ কয়েকটি দেওয়ালও। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন প্রকার সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে। খোলা আকাশের নিচে রান্না করতে নানান সমস্যায়ও পড়তে হচ্ছে রাঁধুনিদের। কখনো রোদ কখনো বা প্রবল বৃষ্টি। আবার মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিলের রান্না।ফলে আমাদের কিছুই করার নেই’। উল্লেখ্য খোলা আকাশের নিচে রান্না করার ফলে নানান রকম নোংরা আবর্জনা পড়ছে খাবারের উপর। তাতেই সমস্যা হচ্ছে স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের। আর সেই সমস্ত খাবার খাওয়ার ফলে অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
কবে হবে স্কুলের রান্না ঘরের মেরামতি?অধীর আগ্রহে চাতকের মতো সেদিকে তাকিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় কবে হবে এমন প্রতীক্ষার অবসান।