গ্রাম গঞ্জের ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের দিশা দেখাবে স্পুটনিক’ ।

0
250

আবদুল হাই, বাঁকুড়াঃ এবার গ্রামবাংলার ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের দিশা দেখাতে কোতুলপুর এ শুভ উদ্বোধন হল স্পুটনিকএডুকেশন কোচিং ইনস্টিটিউট ।গ্রামবাংলার অনেক মেধাবী ছাত্র-ছাত্রী তারা আর্থিক এবং পরিকাঠামোগত অভাবের কারণে তারা NEET JEE & JENPAS ইত্যাদি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেনি তাই কোতুলপুর এ এই সর্বপ্রথম NEET এর কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হল। কোতুলপুর গরুহাটতলা সন্নিকটে অফিস শুভ উদ্বোধন হলো আজ । কলকাতা বর্ধমান ছাড়াও বহিরাগত শিক্ষকরা এখানে এসে ছাত্র-ছাত্রীদের কোচিং দিয়ে তাদের কর্মসংস্থানের দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরাও খুবই খুশি এই ধরনের একটি কোচিং সেন্টার কোতুলপুর পেয়ে ।এই সেন্টারের সম্পাদক মিতালী রায় জানান সর্বতোভাবে ছাত্র-ছাত্রীদের সহায়তা করা হবে ।