নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ মার্চ : এক লক্ষ টাকা পণ দিতে না পারায় অসুস্থ কন্যা সমেত স্ত্রীকে মারধোর করে ঘর থেকে বের করে দিয়েছিল স্বামী, শাশুড়ি ও ননদ। এমনকি দু লক্ষ টাকা নিয়ে দ্বিতীয় বিয়েও করে নেয় স্বামী। থানায় একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা তো নেয়নি। অগত্যা তেরো বছরের অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে স্ত্রীকে। ঘটনাটি মালদার রতুয়া থানার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বুধরামটোলা গ্রামের। নির্তাতিতা গৃহবধূর নাম তুলসী দেবী (৩৩)। অভিযোগের তির স্বামী সুরেন্দর চৌধুরী, শাশুড়ি সুচি দেবী ও ননদ রাজশ্রী চৌধুরীর বিরুদ্ধে। তুলসী দেবী পুলিশের কাছে অভিযোগ জানানোয় অসুস্থ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সুরেন্দর চৌধুরীর বিরুদ্ধে। এমন অমানবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতা গৃহবধূ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।