নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ও মাদারীহাট ব্লক লোক শিল্পী সমন্বয়ে লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা শুরু হলো। ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার থেকে শুরু হল চারদিন ব্যাপী লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা। এদিন সকালে রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের ওই রক্তদান শিবিরে মোট ১০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংকে জমা করা হয় বলে জানা যায়। জানা গিয়েছে, এই অনুষ্ঠান চলবে আগামী ৩০ শে মার্চ পর্যন্ত।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ও মাদারীহাট ব্লক লোক শিল্পী সমন্বয়ে লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন...