সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ প্রক্পের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন থানায় রক্তদান উৎসব হয়ে থাকে প্রতিনিয়ত।ইচ্ছা থাকলেও প্রতিকুল পরিস্থিতি না থাকার কারণে দীর্ঘ প্রায় ২৩ বছর অতিক্রান্ত হলেও ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশের উদ্যোগে রক্তদান উৎসব হয়ে ওঠেনি।অবশেষে সেই অতীতের সেই ইতিহাস কে পিছনে ফেলে বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ ‘উৎসর্গ’ প্রকল্পে এক রক্তদান উৎসবের আয়োজন ব্রতী হয়। রবিবার সকাল থেকে সেই রক্তদান উৎসব শুরু হয়। খোদ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু সহ এলাকার মহিলা,পুরুষ,ফাঁড়ির পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে ২০০ অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি ‘উৎসর্গ’ প্রকল্পে ফাঁড়ির পুলিশের উদ্যোগে এলাকায় প্রায় ৩০০ অসহায় দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার বৈভব তিওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারী দিবাকর দাস,ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ আধিকারী ফারুক রহমান সহ অন্যান্যরা।
বারুপুর পুলিশ জেলার সুপার বৈভব তিওয়ারী জানিয়েছেন ‘এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ২৪ ঘন্টা কাজ করে। আপনাদের পাশেও থাকেন। আপনাদের সুখ দুঃখের সাথী পুলিশকর্মীরা।আপনাদের যেকোন সমস্যায় আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারাও আমাদের পাশে থাকবেন। তালহে সুস্থ নির্মল পরিবেশ গড়ে উঠবে’।
Home রাজ্য দক্ষিণ বাংলা ২৩ বছর ইতিহাসে প্রথম,ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ি পুলিশের উদ্যোগে ‘উৎসর্গ’ রক্তদান ও বস্ত্র...