সেঁজুতির উদ্যোগে নাটক মঞ্চস্থ হল রবীন্দ্র সদনে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সমাজসেবামূলক কাজ হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান সবেতেই এগিয়ে থাকে বীরভূম জেলার দুবরাজপুরের মহিলা পরিচালিত সেঁজুতি নামে একটি সংস্থা। গতকাল ২৭ মার্চ, রবিবার ছিল বিশ্ব নাট্যদিবস। আর এই মহৎ দিনে সেঁজুতি সংস্থার উদ্যোগে দুটি নাটক মঞ্চস্থ করা হল দুবরাজপুরের রবীন্দ্র সদনে। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, বিশিষ্টসমাজসেবী ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল সহ আরো বিশিষ্টজনেরা। এদিন সেঁজুতি সংস্থার উদ্যোগে চৈতালী নাট্য সন্ধ্যায় কলকাতা থেকে আগত “ইউনিভার্সিটি ফ্রেন্ড’স গ্রুপের প্রযোজনায় নির্দেশক ঋতব্রত মুখার্জী পরিচালিত ও অভিনীত নাটক “দেশের নামে” মঞ্চস্থ হল দুবরাজপুরের রবীন্দ্র সদনে। তাছাড়াও বীরভূম রঙ্গসাথী প্রযোজনায় “দহনান্ত” নামে দ্বিতীয় নাটকও মঞ্চস্থ হয় এই মঞ্চে। এই নাটক দেখতে নাট্য প্রেমীদের ভীড় লক্ষ্য করা গেল। সেঁজুতি সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী জানান, বর্তমানে যুব সমাজ মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে। এরকম নাটকের মাধ্যমে যুব সমাজ অনেক কিছু শিখতে পারবে। কিন্তু দুঃখের বিষয় নাট্য চর্চা দিন দিন বিলুপ্তির পথে। তাছাড়াও দুবরাজপুরে দীর্ঘ কয়েক বছর পর আমরা এরকম নাটক দেখলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *