ক্যানিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা,গুরুতর জখম ৫,উত্তেজিত জনতার পথ অবরোধ,পুলিশ নীরব দর্শক,একাই সামাল দিলেন তৃণমূল নেতা।

0
301

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিন স্কুল পড়ুয়া সহ মোট ৫ জন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ক্যানিং থানার বাইশসোনা মোড় এলাকার ক্যানিং-বারুইপুর রোডে।জখমদের কে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের অবস্থা আশাঙ্কাজনক হলে তাদের কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থান্তান্তরিত করেন চিকিৎসকরা। অন্যদিকে ঘাতক গাড়িটি কে আটক করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে বছর চার বয়সের অমিত মন্ডল কে নিয়ে তার বাবা অক্ষয় মন্ডল সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। আচমকা পিছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারলে বাবাও ছেলে ছিটকে পড়ে যায়।পাশাপাশি বেপরোয়া গাড়ি চালক ট্যাংরাখালি পরশুরাম যামিনী প্রাণ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রাকেশ সরদার ও নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া সরদার সহ অপর একজনকে সজোরে ধাক্কা মারে । পরপর পাঁচজনকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়ি চালক।স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থা জখমদের কে ক্যানিং হাসপাতালে নিয়ে যায়।অক্ষয় মন্ডল ও তার শিশু সন্তান অমিত মন্ডলের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদের কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অপর দিকে এমন ভয়াবহ পথ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভের জেরে প্রায় দুঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং-বারুইপুর রোড।সারে সারে গাড়ি দাঁড়িয়ে পড়ে। সৃষ্টি হয় যানজট। সেই মুহূর্তে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থালে থাকলেও নিরব দর্শকের ভূমিকায় দেখা যায় বলে সাধারণ গাড়ি চালকদের দাবী।পুলিশ কোন উদ্যোগ না নেওয়ায় দীর্ঘ দুঘন্টা অবরোধ হওয়ায় জনজীবন ব্যহত হয়।এমন পরিস্থিতিতে আসরে নামেন ক্যানিং ১ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অরিত্র বসু।অবরোধে সামিল হওয়া উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।