পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

0
239

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আবারও মানবিক মুখ দেখা গেল পুলিশের। পুলিশ যে কাজ করে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল রবিবার রাত্রে। প্রায় তিনমাস পর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তাঁর পরিবারের হাতে তুলে দিল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। জানা যায়, তিনদিন আগে সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া রাত্রে যাওয়ার সময় এক ব্যক্তিকে দেখতে পান। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে না পারায় থানায় নিয়ে আসেন। সেখানে যত্ন সহকারে তাঁকে রাখেন এবং নতুন বস্ত্র কিনে দেন ওসি মিকাইল মিয়া। পাশাপাশি তাঁর খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। বিভিন্ন থানায় খবর দেন তিনি। তারপর জানতে পারেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধর্মসাগর গ্রামের বাসিন্দা। সেই থানা থেকে খবর দেওয়া ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাড়িতে। তারপর রবিবার রাত্রে সদাইপুর থানাতে আসেন পরিবারের লোকজন। সেখানে ঐ ব্যক্তিকে দেখে খুবই খুশি তাঁরা। তারপর সদাইপুর থানার পুলিশ ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তাঁর পরিবারের হাতে তুলে দিলেন। ঐ ব্যক্তির ভাইপো অশোক চৌবে জানান, জানুয়ারি মাসের প্রথম দিকে আমার কাকা বাড়ি থেকে বেরিয়ে যান। ভাবলাম যে চলে আসবে। কিন্তু সাত আটদিন কেটে গেলেও কাকা না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। তারপর দাসপুর থানায় লিখিত ভাবে জানাই। এদিন সদাইপুর থানার পক্ষ থেকে দাস পুর থানায় জানানো হয়। সেখান থেকে আমরা জানতে পারি তাই সদাইপুর থানাতে আমার কাকাকে নিতে এসেছি। পুলিশের এই কাজে ওই ব্যক্তির পরিবারের লোকজন খুবই খুশি এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া ও সদাইপুর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।