সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – রাতের অন্ধকারে নাকা তল্লাশির সময় বাইকের সীটকভার খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ।একে একে বেরিয়ে এলো দুটি আগ্নেয়াস্ত্র,তিনটি কার্তুজ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার সুরিরাইট বর্গাপাড়া এলাকা।ঘটনায় অভিযুক্ত বাকিবুল্লা মোাল্লা ও জয়নাল লস্কর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকার পরেই রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে নেমে পড়েছে রাজ্য পুলিশ।
গত কয়েকদিন ধরে লাগাতার অস্ত্র উদ্ধারের পরে এবারে রীতিমতো নাটকীয় ভাবে জীবনতলা থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার পুলিশ।
রবিবার গভীর রাতে সুরিরাইট বর্গাপাড়া এলাকা নাকা তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি বাইক আসে। সন্দেহ হওয়ায় বাইক চালক ও তার সঙ্গীকে জিঞ্জাসাবাদ শুরু করে করে পুলিশ। এরপর তল্লাশি করতে গিয়ে বাইকের সীটকভারের দিকে নজর পড়ে পুলিশের।সেখান থেকে আগ্নেয়াস্ত্র উঁকি মারছে।প্রথমে হকচকিয়ে গেলেও পরে সীটকভার খুলতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজনের বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার আমতলার কুমারজোল এলাকায়।
জীবনতলা থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি বেআইনি অস্ত্র মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এদিন রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল?আর কে কারা যুক্ত রয়েছে? সে বিষয়ে ধৃতদের জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।