রান্নার গ্যাস এবং পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শান্তিপুর কলেজ গেটে অবস্থান বিক্ষোভ।

0
282

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লাগামহীন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং প্রায় প্রতি নিহত বেড়ে চলা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। এর আগেও একাধিকবার সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্য্য নির্দেশে জেলা জুড়ে চলছে ছাত্র দের অবস্থান-বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন শান্তিপুর কলেজের অধ্যাপক তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক ড: প্রসেনজিৎ মন্ডল। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিলো, ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে বিভিন্ন স্কুল-কলেজে উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে আজকের বন্ধে কোনভাবেই সাধারণ মানুষ মেনে নেননি। আন্দোলন আমরাও করি তবে সর্বনাশা কর্ম বন্ধ করে নয়।
নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রুপম পাল জানান, ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এতেও যদি কেন্দ্রীয় সরকারের কর্ণপাত না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে উঠবে। যার উত্তাপ পৌঁছাবে দিল্লী পর্যন্ত।