অরাজনৈতিক,গণতান্ত্রিক,ধর্ম নিরপেক্ষ,বিজ্ঞানভিত্তিক ইতিহাস চর্চা ও গবেষণার এক অন‍্যতম পীঠস্থান গড়িয়া সুচিন্তন সোসাইটি ফর কালচারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত;ঘোষিত নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি(২০২২-২০২৫)।।।।

0
1428

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ২৭মার্চ,২০২২ ইনস্টিটিউট অফ হিস্টোরিক‍্যাল স্টাডিজের সভাকক্ষে
ইতিহাস চর্চা ও গবেষণা,গ্রন্থ,জার্নাল (“সুচিন্তা”) প্রকাশ বিষয়ক পশ্চিমবঙ্গের এক অন‍্যতম রেজিস্টার্ড সংস্থা-গড়িয়া সুচিন্তন সোসাইটি এন্ড কালচার-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো।সভায় ইতিহাস চর্চা ও গবেষণার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ,মুক্ত,গণতান্ত্রিক বিজ্ঞানভিত্তিক অরাজনৈতিক গবেষণার অঙ্গীকার গৃহীত হলো।
সভার শেষ পর্বে নব নির্বাচিত এক্সিকিউটিভ কমিটি(২০২২-২০২৫) ঘোষণা করলেন এই প্রতিষ্ঠানের কর্ণধার ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জিত সেন।

নতুন এক্সিকিউটিভ কমিটিতে যারা নির্বাচিত হলেন:
■সেক্রেটারিয়েট
১.সাবেক প্রধান-ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জিত সেন
২.সভাপতি-অধ্যাপক সোমনাথ মন্ডল
৩.সহ সভাপতি- অমিতাভ বণিক
৪.সহ সভাপতি-শিক্ষক বিপুল কুমার ঘোষ
৫.সম্পাদক-অধ্যাপক মহীতোষ গায়েন
৬.যুগ্ম সম্পাদক-অধ্যাপক অনুপ পল্ল‍্যে
৭.কোষাধ্যক্ষ- শিক্ষক বিভাস বিশ্বাস
৮.সহকারী কোষাধ্যক্ষ-সোহরাব মন্ডল
অন‍্য ইসি সদস্য:
১.অফিস এন্ড আর্কাইভস ইনচার্জ: সুদীপ আচার্য
২. জার্নাল সুচিন্তা এন্ড সুচিন্তন ওয়েবসাইট ইনচার্জ: অধ্যাপক শেখ আব্বাস আলী
৩.অধ্যাপিকা স্নিগ্ধা সেন
৪.অধ্যাপিকা নবনীতা সেন
৫.অধ‍্যাপিকা অঞ্জনা চ্যাটার্জি
৬.অধ্যাপক অমিতাভ সেনগুপ্ত
৭.অধ‍্যাপিকা মহুয়া দত্তগুপ্ত
৮.অধ‍্যাপক প্রশান্ত মণ্ডল
৯.প্রাক্তন শিক্ষক সুখেন্দু দাশ(স্থায়ী আমন্ত্রিত)
১০.শিক্ষক মিহির কুমার দত্ত(স্থায়ী আমন্ত্রিত)