শহীদ শ্রদ্ধাজ্ঞলি।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:– শহীদ শ্রদ্ধাজ্ঞলি। ২০১০ সালে ২৯শে মার্চ সন্ধ্যার অন্ধকারে পারবেলিয়া বাজারে আততায়ীর হাতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা শশীভূষন প্রসাদ যাদব। খবর পেয়ে ছুটে এসেছিলেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়ের সহ বহু বড় মাপের নেতা।দোষীদের শাস্তি দূর অস্ত, ঘটনার বারো বছর পরেও প্রকৃত খুনিরা ধরা পড়েনি। ঘটনার পরে প্রকৃত খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবীতে সোচ্চার হয়েছিল পুরুলিয়া জেলা। আজ শ্রদ্ধাজ্ঞলি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিহত নেতার ভাই শান্তি ভূষণ প্রসাদ জানান সিবিআই তদন্তে আপত্তি নেই।তৃনমূল ক্ষমতায় আসার পরেও নেতা খুনের কিনারা হোলোনা কেন প্রশ্ন ভূষণ অনুগামীদের। শুধু শহীদ দিবস পালন করলেই কি তার আত্মা শান্তি পাবে? এমন প্রশ্ন অনেকের।শহীদ দিবসে দাবী উঠুক নেতা খুনের বিচার চাই।অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্হা করার ,তবেই প্রয়াত নেতাকে প্রকৃত সম্মান জানানো হবে।প্রয়াণ দিনে পারবেলিয়া বাজারে মৌন মিছিলে কয়েক হাজার মানুষ পা মেলান।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সুজয় ব্যানার্জি, তৃনমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, নবেন্দু মাহালি প্রমুখ।
পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *