নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কেন্দ্রীয় সরকারের পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল সাধারণ মানুষ। দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। তাই বামন গোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। উল্লেখ্য কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল রান্না গ্যাসসহ প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে পাকুয়াহাট পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচির করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ ছাত্র ও যুব অন্য সদস্যরা।
Home রাজ্য উত্তর বাংলা পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে...