দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার সভা।

সন্দীপ দে, গোঘাট-হুগলী:- দিনের পর দিন পেট্রোলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া ।এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি। ফলে আমজনতার নাভিশ্বাস উঠে গেছে। শুধু তাই নয় ,পকেট থেকে শুরু করে গৃহস্থের হেঁসেলেও টান পড়েছে। এমত অবস্থায় রাজ্যের দিকে দিকে চলছে প্রতিবাদ সভা। ঠিক একই রকমভাবে আজ গোঘাট-২ ব্লকের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের জীবন সরেণে স্মৃতি মঞ্চ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। যে প্রতিবাদ মিছিলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গার যে বাতাবরণ সৃষ্টি করেছে, কেন্দ্র সরকার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল। শুধু তাই নয় এই সভামঞ্চে উপস্থিত ছিলেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়, ছিলেন সংগঠনের চেয়ারম্যান জয়দেব জানা এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিশ্বস্ত সৈনিক শফিউল্লাহ খান, আতাউল হক গোঘাট-২ পূর্ত কর্মাধ্যক্ষ এবং গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল। আজকের এই প্রতিবাদ সভা কে কেন্দ্র করে মানুষদের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। সত্যিই তাই মানুষদেরকে গর্জে উঠতে দেখা গেল সভা মঞ্চ থেকে। বিভিন্ন নেতার নেতৃত্বে একেবারেই বিস্ফোরক মন্তব্য উঠে এলো। কেন্দ্রের শাসক দল বিজেপির এবং বিজেপির সাথে একই বন্ধনে সিপিআইএম এবং কংগ্রেস রেখে তুলোধোনা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *