নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিধানসভা বিধায়কদের উপর আক্রমণের অভিযোগ বিজেপি প্রতিবাদ, আন্দোলন অব্যাহত। বুধবার জলপাইগুড়ি জেলা বিজেপি উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয়। ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কোতোয়ালি থানার সামনে হাজির হয়। পুলিশ থানায় গেটে বিজেপি নেতা কর্মীদের আটকে দেয়। বিজেপি নেতা কর্মীরা গেট আটকে সেখানেই বিক্ষোভে সামিল হলেন। ২৮ মার্চ বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর আক্রমণ, মহিলা বিধায়কদের হেনস্থা ও জামা কাপড় ছিড়ে ফেলার অভিযোগ উঠে। রামপুরহাট ঘটনা সহ একাধিক ঘটনার জন্য দায়ী পুলিশ অভিযোগ বিজেপি। বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মণ বলেন, তৃণমূল গুন্ডা বাহিনী বিজেপি বিধায়কদের হেনস্থা করে বিধানসভায়। বিজেপি বিধায়কদের আক্রমণ করা হয় মুখ্যমন্ত্রী বলছে বিজেপি নাকি এমনটা করেছেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে।
এদিনের থানা ঘেরাও কর্মসূচিতে
উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ।
Leave a Reply